
কামরুল হাসান।। কলারোয়ায় উৎসবমুখর পরিবেশে হেলাতলা ও যুগিখালী ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত হেলাতলা ইউনিয়নের ইসলামকাটি দাখিল মাদ্রাসা ময়দানে ও বামনখালি বাজারে পৃথকভাবে স্থানীয় ইউনিয়ন বিএনপির আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। হেলাতলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহফুজুর রহমান খান চৌধুরীর সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক তালা-কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
তিনি তাঁর বক্তব্যে বলেন, জনগণ হাসিনার দুঃশাসনকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। সকলে ঐক্যবদ্ধ হয়ে দলকে সংগঠিত করতে সংঘবদ্ধভাবে জিয়াউর রহমানের আদর্শ আর খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দলকে এগিয়ে নিতে হবে।
ধানের শীষে ভোট প্রার্থনা করে তিনি বলেন- ঐক্যবদ্ধ, একতা, শৃঙ্খলা সম্মিলিত প্রচেষ্টা ও সবাই কাঁধে কাঁধ মিলিয়ে তারেক রহমানের জন্য ভোট চাইতে হবে।
তিনি আরো বলেন, ধানের শীষে ভোট দিবেন। আগামি দিনে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন আর আমরা দু’শোর অধিক সিট নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবো ইনশাআল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-১ আসনের সাংগঠনিক টিম প্রধান আবুল হাসান হাদী। তিনি বলেন, সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আগামি নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে। এজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এ ছাড়া বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিএনপির মুখপাত্র অধ্যক্ষ রইছ উদ্দিন, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা , সাবেক যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, প্রভাষক সালাউদ্দিন পারভেজ, যুবদল নেতা এম এ হাকিম সবুজ, কৃষক দল নেতা মাষ্টার মনিরুজ্জামান, মনিরুজ্জামান মনি, আলতাফ হোসেন, সাবেক জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন প্রমুখ। সম্মেলন অনুষ্ঠানে বিএনপি নেতা মীর রফিকুল ইসলামের সঞ্চালনায় ইউনিয়ন বিএনপি’র সম্মেলনে ৯টি ওয়ার্ড বিএনপির কমিটির মতামতের ভিত্তিতে সভাপতি মাহফুজুর রহমান খান চৌধুরী সাধারণ, সাধারণ সম্পাদক আমানুল হক, সাংগঠনিক সম্পাদক সরদার মনসুর আলী নির্বাচিত হয়েছেন।
সম্মেলন শেষে হেলাতলা ইউনিয়ন বিএনপির দীর্ঘদিনের সাধারণ সম্পাদক সদ্য প্রয়াত রফিকুল ইসলাম এঁর স্মরণসভা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অপরদিকে, যুগিখালি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুর রহমান মোল্লার সভাপতিত্বে বামনখালী বাজারে একইভাবে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে নয়টি ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সম্মতিতে ফজলুর রহমান মোল্লাকে সভাপতি, সহকারী অধ্যাপক আব্দুল জব্বার কে সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক আমিনুর রহমানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।