অনলাইন ডেস্ক :
সাভারে নিজ বাড়ির পাশে আমগাছ থেকে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম বরকত উল্লাহ (৩৩)।
মঙ্গলবার সকালে সাভার পৌর এলাকার উত্তর জামসিং মহল্লা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বরকত উল্লাহ খাগড়াছড়ি পুলিশলাইনে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
জানা যায়, সকালে সাভারের উত্তর জামসিং মহল্লার নিজ বাড়ির পাশে একটি আমগাছে পুলিশ সদস্য বরকত উল্লাহকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেন এলাকাবাসী।
পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বরকত উল্লাহকে মৃত ঘোষণা করেন।
সাভার মডেল থানার এএসএম সায়েদ জানান, কীভাবে ওই পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।