নিজস্ব প্রতিবেদক: টানা দ্বিতীয় বার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন সাতক্ষীরা থানার ওসি মো. মহিদুল ইসলাম। মঙ্গলবার সকালে সাতক্ষীরা জেলা পুলিশের নভেম্বর-২৩ মাসের কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম’র সভাপতিত্বে সভায় অক্টোবর-২০২৩ মাসের কর্ম মূল্যায়ণে শ্রেষ্ঠ অফিসার-ফোর্সের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করেন। সম্মাননাপ্রাপ্ত কর্মকর্তাগণ হলেন শ্রেষ্ঠ চৌকস অফিসার (সার্কেল) সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এস.এম জামিল আহমেদ (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)। সভায় শ্রেষ্ঠ চৌকস অফিসার ইনচার্জ হয়েছেন সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মো. মহিদুল ইসলম। শ্রেষ্ঠ কর্মকর্তা (বিশেষ সম্মাননা) হিসেবে আশাশুনি থানার ওসি বিশ্বজিৎ কুমার পুলিশ সুপারের নিকট থেকে সম্মাননা গ্রহণ করেন। সভায় শ্রেষ্ঠ কর্মকর্তা (বিশেষ সম্মাননা) গ্রহণ করেন পাটকেলঘাটা থানার ওসি শেখ মাহমুদ হোসেন। শ্রেষ্ঠ অফিসার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) হিসেবে সম্মাননা গ্রহণ করেন ডিবির পরিদর্শক রাজীব আল রশীদ। এছাড়া শ্রেষ্ঠ চৌকস অফিসার (ট্রাফিক বিভাগ) সার্জেন্ট সম্মাননা গ্রহণ করেন হাবিবুল্লাহ বাহার। সভায় অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে সম্মাননা গ্রহণ করেন সাইফুল ইসলাম, শ্রেষ্ঠ চৌকস অফিসার (ডিএসবি) হিসেবে সম্মাননা গ্রহণ করেন এসআই হামিদুল ইসলাম, শ্রেষ্ঠ চৌকস অফিসার ক্যাটাগরিতে হিসেবে সম্মাননা গ্রহণ করেন কলারোয়া থানার এএসআই মেহেদী হাসান। এছাড়া শ্রেষ্ঠ দফাদার হয়েছেন ৭নং ইসলামকাঠী ইউনিয়ন, তালা থানার মো. কামরুজ্জামান, শ্রেষ্ঠ চৌকিদার হয়েছেন মো. শহীদুল ইসলাম।
আবারও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন মহিদুল ইসলাম
পূর্ববর্তী পোস্ট