এস,এম মুকুল, ব্রহ্মরাজপুর: সদর উপজেলার ডি বি ইউনাইটেড হাইস্কুলে আন্ত স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতার “ক” জোনের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ব্যপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে রবিবার (১০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় খেলায় একদিকে অংশগ্রহণ করে ডি বি ইউনাইটেড হাইস্কুল এবং অপর দিকে জোর প্রতিদন্দিতা করে আবু বক্কর সিদ্দিকী ইসলামিয়া কামিল মাদ্রাসা। বিদ্যালয়ের সভাপতি মুক্তিযোদ্ধা এসএম শহিদুল ইসলামের সভাপতিত্বে ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা সদর থানা আ.লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ। খেলার শুরুতে পবিত্র কোরআন থেকে তলোয়ার করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হাসান ও গীতা থেকে পাঠ করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুকুমার সরকার। খেলায় ডি বি ইউনাইটেড হাইস্কুল ১-০ গোলে আবুবকর সিদ্দিকী ইসলামিয়া কামিল মাদ্রাসাকে পরাজিত করে জোন চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিসহ সম্মানিত অতিথিদের ফুল দিয়ে বরণ নেন অত:পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান তার শুভেচ্ছা বক্তব্যে সুন্দর খেলা দেখার স্বার্থে সকলের সহযোগিতার আহ্বান করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সুস্থ ও সবল জাতী গঠনে লেখাপড়ার পাশাপাশি খেলা ধুলায় পারদর্শী হতে হবে অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্যে বলেন একজন ভালো খেলোয়াড় একটা সম্পদ তাই ভালো খেলোয়াড় হওয়ার জন্য নিয়মিত অনুশীলন করতে বলেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ৮নং ধুলিহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান অত্র বিদ্যালয়ের বিদ্যুতশাহী সদস্য শেখ আব্দুল আহাদ ডি বি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.এমাদুল ইসলাম প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা স্বদেশ মল্লিক, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, ব্রহ্মরাজপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন লিটন, ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আবুল কালাম, অত্র বিদ্যালয়ের অভিভাবক সদস্য ইলিয়াস হোসেন, আব্দুর রশিদ, নূরুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি এবং খেলার যাচাই বাছাই কমিটির সদস্য ও মাঠ পরিচালকদের হাতে পুরস্কার তুলে দেন।খেলায় যাচাই বাছাইয়ের দায়িত্ব পালন করেন শিক্ষক হাবিবুর রহমান, মনোরঞ্জন মন্ডল ও কঙ্কন কুমার দাশ এবং মাঠ পরিচালনার দায়িত্ব পালন করে কনেক মাঝি, আরিফুল ইসলাম ও কবিরুল ইসলাম সুজন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মুকুল হোসেন।
আন্ত:স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতার ‘ক’ জোন চ্যাম্পিয়ন ডি বি ইউনাইটেড হাইস্কুল
পূর্ববর্তী পোস্ট