
নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উত্তরনের আয়োজনে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। ৮ ই মার্চ বুধবার সকাল ১০ টায় সাতক্ষীরা জজকোর্ট চত্বর হতে র্যালীটি বের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান, উত্তরনের প্রজেক্ট অফিসার নাজমিন নাহার, প্রজেক্ট কো- অর্ডিনেটর সৈয়দ আহমেদ, উত্তরনের প্রতিনিধি এডভোকেট মনির উদ্দীন, সিনিয়র কমিউনিটি ফ্যাসিলিটেটর সাজেদা হোসেন, রমিছা খাতুন, এস এম চাতক, কমিউনিটি ফ্যাসিলেটেটর আসাদুজ্জামান, রুহুল কুদ্দুস প্রমুখ।