
সচ্চিদানন্দদেসদয়: আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের কাকবাসিয়া বাজারে খাস জমি জবর দখলে নিয়ে পাকা ঘর নির্মান কাজ শুরু করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে প্রতিকার প্রার্থনা করে জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করা হয়েছে।
স্থানীয় এ টি এম নামের জনৈক ব্যক্তি জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগে জানান, কাকবাসিয়া গ্রামের জামির গাজীর পুত্র ফারুক হোসেন কাকবাসিয়া বাজারের কাকবাসিয়া বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন খাস জমি জবর দখলে নিয়েছেন। একই সাথে সেখানে অবৈধভাবে পাকা স্থাপনা নির্মান কাজ শুরু করেছেন। ভবনটি নির্মীত হলে স্কুলে যাতয়াতের পথ আংশিক বন্ধ হয়ে যাবে। শিক্ষার্থীদের যানবাহনে ও পায়ে হেটে যাতয়াতে প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। বৃহত্তর স্বার্থে জমি উদ্ধারের জন্য জোর দাবি জানান হয়েছে।