
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে সরকারি ভাবে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানোর কাজ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) ট্যাবলেট খাওয়ানো কার্যক্রম উদ্বোধন করা হয়।
আনুলিয়া ইউনিয়নের সকল মাধ্যমিক, প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসায় একযোগে শিক্ষার্থীদেরকে কৃমি নাশক ঔষধ খাওয়ানো শুরু হয়েছে। ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত এ ঔষধ খাওয়ানো হবে। ৫ থেকে ১৬ বছর বয়সী শিক্ষার্থীদেরকে এ ঔষধ খাওয়ানো হবে। ভরাপেটে একডোজ ঔষধ খাওয়ানোর কার্যক্রম ইউনিয়নের বিছট মাধ্যমিক বিদ্যালয়ে উদ্বোধন করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী ও আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন। এসময় সহকারী স্বাস্থ্য পরিদর্শক মইনুল হোসেন উপস্থিত ছিলেন।