স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের গদাই বিল এলাকায় আদালতের নির্দেশ অমান্য করে বসতবাড়ির ঘেরাবেড়া ভাংচুর ও গাছগাছালি কেটে জমি দখলের পায়তারার অভিযোগ উঠেছে। সূত্রে জানা যায়, রোববার সকাল ৯টায় সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের কাটিয়া মাঠপাড়া এলাকায় মো. আব্দুস সালাম সরদারের বসতবাড়িয়ে গিয়ে একই এলাকার মৃত মফেজ উদ্দীনের ছেলে মোস্তাজ আলী, মোস্তাজ আলীর ছেলে আনারুল ইসলাম, আক্তারুল ইসলাম ও মনিরুল ইসলামসহ অজ্ঞাতনামা আরো ৮/১০ জন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় তারা বসতবাড়ির ঘেরাবেড়া ভাংচুর ও বিভিন্ন প্রকার গাছগাছালি কেটে জমি দখলের চেষ্টা করে এবং অশ্লীল ভাষায় গালিগালাজসহ জীবননাশের হুমকি দিতে থাকে। এক পর্যায়ে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলার প্রস্তুতি চলছে। উল্লেখ্য, উক্ত জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত ৬ জুলাই সাতক্ষীরার জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হয়। একই ঘটনায় সাতক্ষীরা আমলী আদালত ১ এ সিআর মামলা নং ৮৮৭/২৩। আদালতে মামলা চলমান থাকাবস্থায় আসামীরা পুনরায় সন্ত্রাসীদের নিয়ে হামলা, ভাংচুর ও জমি দখলের পায়তারা চালিয়ে যাচ্ছে।
আদালতের নির্দেশ না মেনে বসতবাড়ি ভাংচুর ও জমি দখলের পায়তারা
পূর্ববর্তী পোস্ট