নিজস্ব প্রতিবেদক: আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাতক্ষীরা সদর উপজেলার হাসাবপুর মৌজার পৈত্রিক ও খরিদা সুত্রে প্রাপ্ত রেকর্ডীয় সম্পত্তি জবর দখলের পায়তারা চালাচ্ছে আব্দুল মজিদ খদগীর। সম্পত্তি জবর দখল ও সম্পত্তির আম পাড়ার প্রতিবাদ করায় উল্টো জমির মালিকের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানী করছেন তারা।
সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলার হাবাসপুর মৌজার বি.এস ২২৫ নং খতিয়ানে লিখিত সাবেক ৩৪৬ দাগের হাল ৭৯৭ দাগে ০.২৮ একর জমির পৈত্রিক ও রেকর্ডীয় মালিক হাবাসপুর গ্রামের মৃত: মোফাজ্জেল সরদারের পুত্র এ.টি.এম রইফ উদ্দীন। তার অপর ভ্রাতা মোঃ রকিবুল ইসলাম উক্ত জমির মধ্যে তার প্রাপ্য অংশ এটিএম রইফউদ্দীনের নিকট বিক্রী ও এজমালীতে অন্যত্র জমি নিয়ে আপোষে দীর্ঘদিন ধরে এটিএম রইফ উদ্দীন ও মোঃ রকিবুল ইসলাম ভোগ দখল করে আসছিলেন। উক্ত জমি এটিএম রইফ উদ্দীন রূপালী ব্যাংকে মটগেজ রেখে স্বত্ত্ব দখল বজায় রাখেন। এমতাবস্থায় মোঃ রকিবুল ইসলাম ২০১৬ সালে রেজিঃ কোবলার মাধ্যমে হাবাসপুর গ্রামের ইফাজতুল্লা খদগিরের পুত্র আঃ মজিদ খদগিরের কাছে ০.১৮ শতক জমি বিক্রি করেন। জমি ক্রয়ের পর আঃ মজিদ খদগির জমিতে দখল নিতে আসলে জমির প্রকৃত মালিক এ.টি.এম রইফ উদ্দীন তাকে বাঁধা প্রদান করে। কিন্তু আঃ মজিদ খদগির জমি দখলের জন্য মরিয়া হয়ে উঠলে এ.টি.এম রইফ উদ্দীন বাদী হয়ে মোঃ আঃ মজিদ খদগিরের বিরুদ্ধে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত সাতক্ষীরায় একটি মামলা দায়ের করেন যার নং পি-১০৮৬/২০১৭। উক্ত মামলায় বিজ্ঞ আদালত গত ১৫/০৯/২০১৭ তারিখে আইন শৃঙ্খলা রক্ষার্থে উভয় পক্ষকে উক্ত জমিতে প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা প্রদান করেন। উক্ত আদেশের অনুলিপি সাতক্ষীরা সদর থানায় প্রদান করা হয়। অপর দেওয়ানী মামলা দেবহাটা সহকারী জজ আদালতে বিচারাধিন রয়েছে। যার নং মিস-২১/৫।
কিন্তু আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আব্দুল মজিদ খদগির মোঃ রকিবুল ইসলামের সহযোগীতায় উক্ত জমি জবর দখলের পায়তারা অব্যাহত রেখেছে। এমতাবস্থায় গত ১০ মে রকিবুল ও আব্দুল মজিদ খদগীরের নেতৃত্বে বিরোধীয় জমিতে অনধিকার প্রবেশ করে সম্পত্তি দখল ও গাছের আম পাড়তে শুরু করলে খবর পেয়ে জমির মালিক এ.টি.এম রইফউদ্দীন জমিতে গিয়ে আদালতের নিষেধাজ্ঞার মধ্যে জমি দখলের কারণ জিজ্ঞাসা করলে মোঃ রকিবুল হাসানের নেতৃত্বে দুর্বৃত্তরা জমির মালিক এ.টি.এম রইফ উদ্দীনকে লোহার রড দ্বারা এলাপাতাড়ী মারপিট করে ও গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এ ঘটনায় এটিএম রইফ উদ্দীন মোঃ রকিবুল হাসান, আঃ মজিদ খদগীর সহ দুর্বৃত্তদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেন তার নং ২৮ তারিখ ১৩/০৫/২৩। উক্ত মামলার আসামীরা জামিন পাওয়ার পর আবারো মামলার বাদী এটিএম রইফ উদ্দীন ও তার পরিবারকে হুমকী ধামকী ও ভয়-ভীতি প্রদর্শন করছে। পাশাপাশি অবৈধ পন্থায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীয় সম্পত্তি জবর দখলের পায়তারা চালাচ্ছেন রকিবুল হাসান ও মজিদ খদগির। ফলে যে কোন মুহুর্তে বিরোধীয় সম্পত্তিতে রক্ষক্ষয়ী সংঘর্ষ ও অপ্রীতিকার ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার সহ উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন জমির মালিক এটিএম রইফ উদ্দীন।