
নিজস্ব প্রতিবেদক: কবলমাত্র শিশু শিক্ষাদানে নয় মানবতার সেবাও সব সময় অগ্রনী ভুমিকা পালন করে চলেছে সাতক্ষীরা কিন্ডারগার্টেন। বিদ্যালয়ের হেড টিচার রফিকুল হাসান করোনা মহামারীর মধ্যে স্কুলের গরীব মেধাবী ছাত্র-ছাত্রী সহ শিক্ষাক কর্মচারীদের পাশাপাশি শহরের ছিন্নম‚ল মানুষের মাঝে খাদ্য সামগ্রী সহ নগদ অর্থও বিতারণ করেছেন। র্তমান তীব্রশীতে যখন মানুষ যবুথবু তখন গরম কাঁপড় সহ খাদ্য সামগ্রী বিতারণ অব্যাহত রেখেছেন। শক্ষার্থীদের সরকারের নির্দেশ মোতাবেক সামাজিক দুরত্ব নিশ্চিত সহ প্রতিরোধ ব্যবস্থা রেখে ডিজিটালিস এর মাধ্যমে পাঠদান চালিয়ে যাচ্ছেন।বিদ্যালয়ে ক্ষুদে শিক্ষার্থীর শিক্ষাদান ব্যবস্থা অভিভাবক মহলে ব্যপক প্রশংসনীয় বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা সন্তান তৈয়েবুর রহমান বাবু।