সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি (সাতক্ষীরা):
আশাশুনি উপজেলার আগরদাড়ী রহিমীয়া মাধ্যমিক বিদ্যালয়ে অবসর প্রাপ্ত শিক্ষক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। একই সাথে ৬ষ্ঠ শ্রেণিতে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। সোমবার স্কুলের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্কুল পরিচালনা কমিটির সভাপতি কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর ছাকি পলাশ। বিশেষ অতিথি ছিলেন, ইউপি সদস্য আলমগীর হোসেন আঙ্গুর, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার ঘোষ, অবঃ শিক্ষক কার্ত্তিক চন্দ্র মন্ডল, অবঃ শিক্ষক অনুকুল কুমার সরকার, অবঃ শিক্ষক মাওঃ আঃ নুর, বিদায়ী শিক্ষক দীনবন্ধু দাশ, অভিভাবক শহিদুল ইসলাম, অভিভাবক সদস্য স ম খলিলুর রহমান, সহকারী প্রধান শিক্ষক রঘু নাথ দাশ। স্কুলের সহকারী শিক্ষক দ্বীনবন্ধু দাশ অবসর গ্রহণ করায় তাকে এবং এবছরের ৩৯ জন এসএসসি পরীক্ষার্থীকে সংবর্ধনা প্রদান এবং ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদেরকে বরণ করে নেওয়া হয়।