শহরের কাটিয়া লস্করপড়া এলাকার রাকিবুল হাসানের বাড়িতে হামলার ঘটনায় রাজারবাগান এলাকার এটিএম রইফ উদ্দিনের ছেলে আকাশ (২২) ও স্টার (২৬) কে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পালাতক রয়েছেন ১নং আসামি রাজারবাগান এটিএম রইফ উদ্দিনের ছেলে এলাকার মেহেদী রহমান সান, ৪নং আসামি কাটিয়া লস্করপড়া এলাকার মৃত আব্দুল রাজ্জাকের ছেলে রনি ও ৫নং আসামি এটিএম রইফ উদ্দিনসহ অজ্ঞাত আরো কয়েকজন। এজহার ও সিসিটিভি ফুটেজ সূত্রে জানা যায় গত ১০ মে আনুমানিক ১টা ৩০ মিনিটে ৫নং রইফ উদ্দিনের হুকুমে ১নং আসামি মেহেদী রহমান সানের নেতৃত্বে আকাশ, স্টার, রনিসহ৭/৮ জনের একটি দল কাটিয়া লস্করপড়া এলাকার রাকিবুল হাসানের বাড়িতে গিয়ে হত্যার উদ্দেশ্যে দা, চাইনিজ কুড়াল, ছুরিসহ দেশীও অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় বাড়ির গেট লক করা থাকলে ও গ্রীল চড়ে দোতলায় উঠে। ১নং আসামি মেহেদী রহমান সানের হাতে থাকা দা দিয়ে রাকিবুল হাসানের মাথায় কোপ মারলে তার স্ত্রী ফেরদৌস আরা তাকে রক্ষা করতে গেলে সেই দায়ের কোপে গুরুতর আহত হয়। ২নং আসামি আকাশ রাকিবুল হাসানের স্ত্রী ফেরদৌস আরার গলা টিপে হত্যার চেষ্টা চালায়। ৩নং আসামি স্টার ফেরদৌস আরার গলা থেকে ১২ আনা ওজনের ১টি স্বর্ণের চেন ছিঁড়ে নেয় যার আনুমানিক বাজার মূল্য ৬০ হাজার টাকা। ৪নং আসামি রনি ফেরদৌস আরার শরীরের বিভিন্ন কাপড় চোপড় ধরে টানাহেঁচড়া ও শ্লীলতাহানির চেষ্টা করে। ৫নং আসামি এটিএম রইফ উদ্দিন রকিবুল হাসানের কাছে পানির ব্যবসার জন্য রাখা ৫০হাজার টাকা ছিনিয়ে নেয়। ১নং আসামি মেহেদী রহমান সান ও আসামি আকাশ রাকিবুল হাসান ও তার স্ত্রী ফেরদৌস আরা কে বেধড়ক মারপিট করে। আসামিরা চলে যাওয়ার সময় রাকিবুল হাসানের বাড়ি থেকে বিদ্যুৎ চালিত একটি নতুন মটোর যার বাজার মূল্য ১০ হাজার টাকা নিয়ে ইজিবাইক যোগে পালিয়ে যায়।
আকাশ ও স্টার গ্রেপ্তার
পূর্ববর্তী পোস্ট