স্পোর্টস ডেস্ক:
১০ দলের আইপিএল মাঠে গড়াচ্ছে আজ। আহমেদাবাদে সূচনা ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। গত আসরে প্রথমবার খেলতে এসেই বাজিমাত করেছিল গুজরাট। হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বে পেয়েছিল শিরোপার স্বাদ। এবারও পাণ্ডিয়া, শুভমান গিল, রশিদ খানদের ওপর ভরসা রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি।
এবারের আইপিএলে অংশ নেবেন বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, লিটন দাস ও মুস্তাফিজুর রহমান। তাদের মধ্যে আপাতত মুস্তাফিজ বিসিবির ছাড়পত্র পেয়েছেন।
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বৃহস্পতিবার জানিয়েছেন, আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর ফ্রি আছে মুস্তাফিজ। ৩ (এপ্রিল) তারিখ ও ভারতে যাচ্ছে। দিল্লি ক্যাপিটালস নিয়েছে বাংলাদেশের বাঁহাতি পেসারকে। তবে কলকাতা নাইট রাইডার্সে ডাক পাওয়া সাকিব ও লিটনের ‘আইপিএল ছুটি’ অপরিবর্তিত আছে বলেই জানিয়েছেন জালাল ইউনুস। তিনি বলেন, ‘আমার জানা মতে দু’জনেই (আয়ারল্যান্ডের বিপক্ষে) টেস্ট খেলবে। এই পরিকল্পনায় কোনো পরিবর্তন হয়নি।’