
জাতীয় ডেস্ক:
আইটিখাতে সব ধরনের সহযোগিতা দিতে বাংলাদেশ প্রস্তুত আছে বলে জানিয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেন, বাংলাদেশ সবদিক দিয়ে ব্যবসাবান্ধব একটি দেশ। এখন থেকে একেবারে প্রাথমিক সিলেবাসে বেসিক কোডিং অন্তর্ভুক্ত করা হবে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন এক্সিবিশন সেন্টারে বেসিস আয়োজিত সফট এক্সপোর তৃতীয় দিনের অ্যাম্বাসেডরস নাইটে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও ইউরোপীয় ইউনিয়নসহ তিন দেশের রাষ্ট্রদূতদের নিয়ে আয়োজন করা হয় এ অ্যাম্বাসেডরস নাইট।
অনুষ্ঠানে শাহরিয়ার আলম বলেন, শিক্ষার্থীদের প্রাথমিক পর্যায় থেকেই বেসিক কোডিং শেখানো হবে। কোডিং বলতে মূলত বোঝায় এক প্রকার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যা দ্বারা কম্পিউটার ও মানুষের মাঝে সংযোগ স্থাপন করা যায়। কোডিং দ্বারা কম্পিউটার মানুষের দেয়া নির্দেশ বুঝতে পারে ও তার প্রক্রিয়াকরণ সম্পূর্ণ করে।
অ্যাম্বাসেডরস নাইটে শাহরিয়ার আলম বলেন, আইটিখাতে সব ধরনের সহযোগিতা দিতে বাংলাদেশ প্রস্তুত। বাংলাদেশ সব দিক দিয়ে ব্যবসাবান্ধব একটি দেশ। এখন থেকে একেবারে প্রাথমিক সিলেবাসে বেসিক কোডিং অন্তর্ভুক্ত করা হবে।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হুইটলি বলেন, বাংলাদেশের রফতানিখাত মূলত একমুখী। কেবল পোশাক রফতানির ওপরে নির্ভর না করে বাংলাদেশের উচিত আইটিখাতেও মনোযোগ দেয়া। এ খাত বাংলাদেশের রফতানির বড় একটি মাধ্যম হতে পারে।
হুইটলি আরও বলেন, ইউরোপে পড়াশোনার সুযোগ দিতে বাংলাদেশের শিক্ষার্থীদের ইরাসমাস মুন্ডাস স্কলারশিপের সুযোগ দেয়া হচ্ছে। প্রতিবছর এ স্কলারশিপে হাজার হাজার শিক্ষার্থী ইউরোপে পড়াশোনা করতে যাচ্ছেন।
অনুষ্ঠানে বাংলাদেশের প্রশংসা করে ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি পিটারসন বলেন, করোনা ভাইরাসের সময়ে ভ্যাকসিন দেয়ায় বাংলাদেশ যে দক্ষতা ও বিচক্ষণতার পরিচয় দিয়েছে তা প্রশংসনীয়। বাংলাদেশে টেক রফতানিখাতে ডেনমার্কের অবস্থান ষষ্ঠ। সামনের দিনগুলোতেও আইটি উন্নয়নে বাংলাদেশের পাশে থাকবে ডেনমার্ক।
এ ছাড়াও অনুষ্ঠানটিতে বক্তব্য দেন অস্ট্রেলিয়ার হাই কমিশনার জেরেমি ব্রুয়ার।
তিনি বলেন, বাংলাদেশের আইটিখাতে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত অস্ট্রেলিয়া।
এর আগে অনুষ্ঠানের শুরুতে আইটি খাতের উদ্যোক্তারা তাদের প্রতিষ্ঠান নিয়ে বেশ কয়েকটি প্রেজেন্টেশন দেয়। সেখানে দেখানো হয়, বাংলাদেশের আইটিখাত কীভাবে ক্রমান্বয়ে বিশ্বের বুকে ছড়িয়ে যাচ্ছে।