
আহাদুর রহমান:
গতকাল ১৪ই মে বৃহস্পতিবার বিকালে আইজিপি ড. বেনজীর আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার। গতকাল বাংলাদেশ পুলিশ হেকোয়ার্টার্সে এ সৌাজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় আইজিপি আইজিপি ড. বেনজীর আহমেদ ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশন্স) ড. মোঃ মইনুর রহমান চৌধুরী সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ড. বেনজীর আহমেদ আইজিপি’র দায়িত্ব নেওয়া পর এটাই কোন দেশের রাষ্ট্রদূতের সাথে প্রথম বৈঠক।