
নিজস্ব প্রতিবেদক : অস্ত্রের মুখে দুই লাখ টাকা ছিনতাই করেছে আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের মহাজনপুর গ্রামের মুন্সি সালাম বাহিনী। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ছিনতাই করতে গিয়ে লুঙ্গি খুলে ভোঁদৌড় দেয় ছিনতাই চক্রের প্রধান মুন্সি সালাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, আমেরিকান ডলার অল্পদামে বিক্রির প্রতারণার ফাঁদ পেতে জনৈক এক গরু ব্যবসায়ীকে কুল্যা ইউনিয়নের দাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে যায় ছিনতাইকারী চক্র। গরু ব্যবসায়ীর নিকট থেকে নগদ দুই লাখ টাকা বুঝে নিয়ে আমেরিকান ডলার দেওয়ার নামে কাগজের একটা পোটলা ধরিয়ে দেয় ওই ব্যবসায়ীকে। পোটলায় কাগজ দেখতে পেয়ে ছিনতাইকারী বাহিনীর প্রধান সালাম মুন্সিকে ধরে ফেলে আগত দুই ব্যবসায়ী। এ সময় ছিনতাইকারী মুন্সি সালাম তোপের মুখে পড়ে লুঙ্গি খুলে জন্মদিনের পোশাকে ভোঁদৌড় দেয়। অপরদিকে, ছিনতাইকারী বাহিনীর অপর দু’সদস্য মহাজনপুর গ্রামের নিজাউদ্দীনের ছেলে মজিদুল ও রাশি দুই লাখ টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয়। কুল্যা ইউনিয়নের মহাজনপুর, দাঁদপুর, মহিষাডাঙ্গা, আগরদাড়ি, কচুয়া ও কুল্যা গ্রামের শতাধিক যুবক এ ছিনতাই কাজের সঙ্গে জড়িত।