
সাতনদী ডেস্ক: অনুসন্ধানী অভিবাসন সাংবাদিকতায় যুক্তরাষ্ট্রে প্রথম সম্মাননা পেলেন কারেন্ট এ্যাফেয়ার্স এডিডর কেরামাতুল্লাহ বিপ্লব। বুধবার (২৩ নভেম্বর) বিকেলে যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের প্যাটারসন সিটিতে অবস্থিত শহীদ মিনার প্রাঙ্গনে আগেই ঘোষিত এ সন্মাননা তুলে দেন প্যাসাইক কাউন্টি কমিশনার জন বার্টলেট ।
সিনেট প্রেসিডেনটের দপ্তর থেকে এই পুরস্কারটি দেয়া হয় । মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত অভিবাসীদের নিয়ে করোনা মহামারীকালে এটিএন বাংলা ও ফেসবুকে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন ও অনুষ্ঠান প্রচারের জন্য এই স্বীকৃতি ।
বাংলাদেশের রংপুরের প্রত্যন্ত এলাকা থেকে সাংবাদিকতা শুরু করে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রের কাছ থেকে এমন সম্মাননা পেলেন তিনি । সম্মাননা পাওয়ায় যুক্তরাষ্ট্র ও এটিএন বাংলা সহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন কেরামাতুল্লাহ বিপ্লব।