সাতনদী অনলাইন ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় মাগুরায় অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।
রোববার (১৩ জুন) বিকালে জেলা প্রশাসক ড. আশরাফুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এ ঘোষণা দেয়া হয়েছে।
সেখানে বলা হয়, রোববার সন্ধ্যা ৬টা থেকে জরুরি পরিষেবা ছাড়া সবধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। এছাড়া খাবার ও ওষুধের দোকান ছাড়া সকল প্রকার দোকান ও শপিংমল বন্ধ থাকবে।
এদিকে সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান বলেন, গত ২৪ ঘণ্টায় মাগুরায় ৫৩ জনের নমুনা সংগ্রহ করে ১৭ জন পজিটিভ এসেছে। জেলায় এ পর্যন্ত আট হাজার ৩২৬ জন করোনা পজিটিভ হয়েছেন। এক হাজার ২২২ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ২৪ জন।