ব্রহ্মরাজপুর প্রতিনিধি :
সাতক্ষীরা সদর উপজেলার ঐতিহ্যবাহী ব্রহ্মরাজপুর বাজারটি বর্তমানে বিশ্বজুড়ে চলমান অদৃশ্য ভাইরাস করোনা হতে পরিত্রাণের জন্য সামাজিক দূরত্ব বজায় রাখতে ডি,বি, ইউনাইটেড হাইস্কুলে অস্থায়ী ভিত্তিতে ১৩ই এপ্রিল (সোমবার) স্থানান্তরিত হয়। বাজারটি অস্থায়ী স্থানান্তরের কাজটি সুন্দর ভাবে সম্পাদনের জন্য উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দেবাশিষ চৌধুরী, ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হেদায়েত হোসেন,সহকারী উপজেলা শিক্ষা ও ট্যাগ অফিসার ভূদর চন্দ্র সানা, ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম শহিদুল ইসলাম,ইউ,পি,সদস্য রেজাউল করিম (মিঠু) ব্রহ্মরাজপুর বাজার বণিক সমিতির সভাপতির আলহাজ্ব আ: রশিদ, সাধারণ সম্পাদক শেখ আ: ছালাম, মোঃ হুমায়ুন কবির,সুপ্রিম কোর্টের উকিল তাপস মন্ডল, ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের দফাদার ,গ্রাম পুলিশ , দোকানদার ও স্থানীয় সুধীজন।বাজারটি স্থানান্তরের কাজে সকলের সহযোগিতার জন্য জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার সকলকে ধন্যবাদ জানান ।