স্টাফ রিপোর্টার, দেবহাটা:
সকালে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি, রাত্রেই আবার সেই বাড়িতে দুধর্ষ চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত রাত্রে সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিন আলিপুর গ্রামের মৃত আঃ রহিম সরদারের ছেলে আলহাজ্ব রবিউল ইসলাম লাল্টুর বাড়িতে। রবিউল ইসলাম তার স্ত্রী খাদিজা খাতুন ও পুত্র সন্তান একই পরিবারের তিনজন শনিবার সকালে ভাত খাওয়ার পর পরই অচেতন হয়ে পড়লে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। সেই সুযোগে রাত্রে বাড়িতে কেহ না থাকার সুবাদে চোরের দল পরিকল্পিত ভাবে ঘরের গ্রীল, দরজা, জানালা কেটে ঘরের মধ্যে ঢুকে ঘরে থাকা আলমারি, শোকেজ ভেঙে স্বর্ণঅলঙ্কার, টাকা পয়সা সহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে চলে যায়। কি পরিমান ক্ষয় ক্ষতি হয়েছে বিষয়টি তাৎক্ষনিক জানা যায়নি কারন গৃহকর্তা ও তার পরিবারের সদস্যরা অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন। উল্লেখ গত শনিবার সকালে গৃহকর্তা আলহাজ্ব রবিউল ইসলাম তার স্ত্রী খাদিজা খাতুন ও পুত্র আব্দুল্লাহ সকালে ভাত খাওয়ার পর পরই অজ্ঞান হয়ে গেলে স্থানীয়রা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলো এমতাবস্থায় এমন দুধর্ষ চুরির ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। এমন দুঃখ জনক ঘটনায় তদন্ত পূর্বক এ ধরনের দুধর্ষ অপরাধীদের দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা গ্রহন করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। এব্যাপারে সাতক্ষীরা থানায় একটি মামলার প্রস্তুতি চলছিলো। এব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি শুনেছি আমি থানা থেকে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।