
স্পোর্টস ডেস্ক:
টি-টুয়েন্টিতে বাংলাদেশের দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন লিটন দাস। আয়ারল্যান্ডের বিপক্ষে মাত্র ১৮ বলে ব্যক্তিগত পঞ্চাশে পৌঁছান টাইগার ওপেনার। ২০০৭ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ বলে ফিফটি করেছিলেন মোহাম্মদ আশরাফুল।
১৬ বছর পর সেই রেকর্ড ভাঙলেন লিটন। বিধ্বংসী ব্যাটিংয়ে ৫টি চার ও ৩টি ছয়ে ১৮ বলে করেন ৫০ রান।
সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে বাংলাদেশ পেয়েছে উড়ন্ত সূচনা। বৃষ্টির কারণে ১৭ ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৬ ওভারে কোন উইকেট না হারিয়ে ৮৩ রান তুলেছে স্বাগতিকরা।