
নিজস্ব প্রতিবেদক:আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ৫৭ তম বার্ষিক ওরস শরীফ যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতায় ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৮ টায় আখেরী মোনাজাতের মাধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটবে।নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যস্থাপনায় অন্যান্য বছরের ন্যায় এবছরে মহামারী করোনা মোকাবেলায় সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে বার্ষিক ওরছ শরীফের সকল প্রকার প্রস্তÍতি সম্পন্ন হয়ে ওরছ শরীফের কার্যক্রম সুষ্ঠ ও সুন্দরভাবে পরিচালিত হচ্ছে এবং গতকাল ওরস শরীফের ২য় দিন বৃহস্পতিবার হাজার হাজার মানুষের মাঝে সুষ্ঠভারে তাবারুক পরিবেশন করা হয়েছে।
কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সভাপতি আলহাজ্জ অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি’র সভাপতিত্বে পবিত্র ওরছ শরীফের ১ম ও ২য় দিনে মাহফিল ও তাবারুক পরিবেশনসহ বিভিন্ন অনুষ্ঠানে সুষ্ঠভাবে পরিচালিত হয়েছে। এ সময় নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন ও ঢাকা আহ্ছাানিয়া মিশনের কর্মকর্তা-কর্মচারী ও দেশ, বিদেশ থেকে আগত হাজার হাজার ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
সমগ্র মুসলিম উম্মাহের উদ্দেশ্য আজ ১১ ফ্রেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ৮ টায় আখেরী মোনাজাত পরিচালনা করবেন নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোঃ আবু সাঈদ (রংপুরী)।
এদিকে ওরছ শরীফ উপলক্ষে উপজেলা ও জেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আনসার বাহিনী, গ্রাম পুলিশ, রোভার স্কাউট্স, স্কাউট্স, নারী-পুরুষ স্বেচ্ছাসেবকবৃন্দ সর্ব সাধারণের নিরাপত্তার বিষয়ে তৎপর ভূমিকায় আছেন বলে জানা গেছে।