
পাইকগাছা প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী পাইকগাছা উপজেলা শাখার উদ্যোগে এক নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে আর আমিন ট্রাস্টে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চলের সহকারী পরিচালক ও খুলনা- ৬ (কয়রা -পাইকগাছা) সংসদীয় আসনের মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ। কর্মশালায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের করণীয় ও সাংগঠনিক কৌশল নিয়ে আলোচনা করা হয়। মাওলানা আবুল কালাম আজাদ তার বক্তৃতা বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য জামায়াতে ইসলামী সর্বদা কাজ করে যাচ্ছে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এবং একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, “জনগণের আস্থা অর্জন করতে হলে আমাদের প্রত্যেক কর্মীকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। নির্বাচনী কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য।” অনুষ্ঠানে বক্তারা নির্বাচনী কার্যক্রমে জামায়াতে ইসলামীর ভূমিকা, জনগণের প্রত্যাশা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এই কর্মশালা নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও কর্মস্পৃহা তৈরি করবে বলে আশা করা হচ্ছে। কর্মশালায় সভাপতিত্ব করেছেন পাইকগাছা উপজেলা আমীর মাও. সাইদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্র সহ-সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাস্টার শফিকুল ইসলাম, জেলা নায়েবে আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী মাও. গোলাম সরোয়ার, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অ্যাড. মোস্তাফিজুর রহমান। এসময় উপজেলা সেক্রেটারি আলতাফ হোসেন, নায়েবে আমীর মাও. বুলবুল আহমেদ, সহ সেক্রেটারি মাও. আব্দুল খালেক, বাইতুল মাল সম্পাদক মাও. আব্দুল খালেক, পৌরা আমীর ডা. আসাদুল হক, পৌর নায়েবে আমীর সম আব্দুল আল মামুন, সেক্রেটার মিজানুর রহমান, অ্যাড. রুহুল আমিন, সাংবাদিক ফিরোজ আহমেদ, এসকে মহিবুল্লাহ, তামিম রায়হান, আল মামুন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী উপস্থিত ছিলেন।