
সাতনদী অনলাইন ডেস্ক: মৌলভীবাজারে স্ত্রীকে বাঁচাতে গিয়ে ছোট ভাইয়ের দায়ের কোপে বড়ভাই খলিল উদ্দিন (৫৫) খুন হয়েছেন। সোমবার (৮ ফেব্রুয়ারি) দিনগত গভীর রাতে বড়লেখা দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের পূর্ব ঘোলসা গ্রামে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করেছে। সেই সঙ্গে আটক করেছে ঘাতক আব্দুল খালিককে। বিষয়টি নিশ্চিত করেছেন বড়লেখা থানার অফিসার্স ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার।
পুলিশ ও স্বজনরা জানান, পারিবারিক কলহের জের ধরে সোমবার গভীর রাতে ঘোলসা গ্রামের আব্দুল খালিক বড় ভাইয়ের স্ত্রী আম্বিয়া বেগমকে দা দিয়ে ধাওয়া করেন। এক পর্যায়ে তাকে কুপাতে গেলে স্বামী খলিল উদ্দিন স্ত্রীকে বাঁচাতে এগিয়ে আসেন। এসময় ছোট ভাই ক্ষিপ্ত হয়ে বড়ভাই খলিলকেও কুপিয়ে হত্যা করে।
খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর অভিযান চালিয়ে ঘাতক ছোট ভাই আব্দুল খালিককে আটক করে।