
মোস্তাফিজুর রহমান: বাংলাদেশ সরকারে গ্রামীন অবকাঠামো রক্ষনাবেক্ষণ(টিআর) ও গ্রামীন অবকাঠামো সংস্কার (কাবিখা) প্রকল্পের অর্থায়নেস্ট্রিটলাইটের আলোয় আলোকিত হলো আশাশুনি উপজেলার বিভিন্ন জনপদ। উপজেলারবিভিন্ন সড়ক ও রাস্তার মোড়, হাট-বাজার ও বিভিন্ন জন গুরুপূর্ণ স্থানেস্ট্রিটলাইট স্থাপিত হওয়ার এসব এলাকা গুলো হয়ে উঠছে আলোকিত। রবিবার সকাল থেকে উপজেলার বুধহাটা ইউনিয়নের বিভিন্ন গুরু¡পূর্ণ সড়ক ও রাস্তার মোড়,হাট-বাজার ও বিভিন্ন জন গুরু¡পূর্ণ স্থানে স্ট্রিটলাইট স্থাপনেরকার্যক্রম চলে।
এদিনে ইউনিযনের ১০টি জনগুরু¡পূর্ণ স্থানে এ স্ট্রিটলাইটস্থাপন করা হয়। স্ট্রিটলাইট স্থাপনের স্থান গুরোর নাম যথাক্রমে নৈকাটি বলফিল্ডের পাশে ৩ রাস্তার মোড়, পাইথালী কামারবাড়ি ৪রাস্তার মোড়, বৈউলামায়ের বাড়ি মোড়, চিলেডাঙ্গা মোড়, চাপড়া কিবরূয়ার বাড়ির মোড়, মহেশ্বরকাটিমৎস্য সেট, বুধহাটা টু ব্যাংদহা বুধহাটাস্থ ৩ রাস্তার মোড়, বুধহাটাখেয়াঘাট চত্বর, মহেশ্বরকাটি বাজার মোড়। এর আগে উপজেলার আশাশুনি সদও ইউনিয়নে ১০টি ও শ্রীউলা ইউনিয়নে ৭টি স্ট্রিটলাইট স্থাপন করা হয়। বুধহাটায়স্ট্রিটলাইট স্থাপনের সময় সাথে ছিলেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বিজ্ঞান ওপ্রযুক্তি মন্ত্রালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাতক্ষীরা০৩ আসনের জাতীয় সংসদ প্রফেসার ডাঃ আ ফ ম রুহুল হক প্রতিনিধি, আশাশুনিউপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শম্ভুজিৎ মন্ডল।