
স্টাফ রিপোর্টার: শহরের রসুলপুর এলাকার এক সময়ের হকার বর্তমানে বিভিন্ন বাহিনীর সোর্স পরিচয়দানকারী সাইফুল বেপরোয়া হয়ে উঠেছে। কে এই সাইফুল? এর খুঁটির জোর কোথায়? জানতে চায় সচেতন মহল। এক সময় হকার থাকলেও বর্তমানে তার রয়েছে অঢেল সম্পদ। হকারির পাশাপাশি সীমান্ত থেকে মাদক চোরাচালানের মাধ্যমে গড়ে তোলে তার অধিপত্য। বর্তমানে সে সোর্স পরিচয়ে জেলাব্যাপী দাপিয়ে বেড়াচ্ছে। প্রশাসনের নাম ভাঙ্গিয়ে জেলার সীমান্তবর্তীসহ বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে এই সাইফুল। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি জানান, টাকা না দিলে সাইফুল যখন তখন বিভিন্ন বাহিনীর সোর্স পরিচয় দিয়ে চেক করাসহ বিভিন্ন ভাবে হয়রানি করে চলছে। সচেতন মহল এদের আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।