
শেখ আব্দুল হাকিম, শ্যামনগর থেকে:
সুন্দরবনে নিষিদ্ধ এলাকায় অবৈধভাবে প্রবেশ করে মাছ ধারার সময় তিন জেলেকে আটক করেছে খুলনা রেঞ্জের স্মার্ট প্যাট্টল টিমের সদস্যরা। বুধবার (২২ মার্চ) সকাল ৬টার দিকে স্মার্ট প্যাট্টল টিমের দলপতি মোবারক হোসেনের নেতৃত্বে সুন্দরবনের পুষ্পকাটি এলাকা থেকে জেলেদের আটক করেন। এসময় জেলেদের ব্যবহৃত ১টি নৌকা, দা, বৈঠা, ২লক্ষাধিক টাকা মূল্যের ৬টি ফাঁসজাল সহ অন্যান্য মালামাল জব্দ করে আভিযানিক দল।
আটক তিন জেলে হলেন- গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মোস্তফা আলীর ছেলে আব্দুস সালাম, করিম তালুকদারের ছেলে আব্দুল হাই ও সবজুল তালুকদারের ছেলে সোমশের তালুকদার।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোসেন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, নিষিদ্ধ এলাকায় মাছ ধরার সময় জেলেদের আটক করে বন আইনে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।