
শেখ আব্দুল হাকিম, শ্যামনগর :
বন বিভাগ পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী বনস্টেশন অফিসের সদস্যরা সুন্দরবনে অভয়ারন্য অঞ্চলে অবৈধভাবে প্রবেশ করে মাছ ও কাঁকড়া ধারার সময় জাল-নৌকা সহ ১৪ জেলেকে আটক করেছে। গতকাল রোববার গভীর রাতে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এ.কে.এম ইকবাল হোসেন চৌধুরীর নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনে ডিঙিমারী খাল হতে জেলেদের আটক করে। এসময় জেলেদের ব্যবহৃত ৫টি নৌকা, জাল, কাঁকড়া ধরার সরঞ্জাম, আহরিত মাছ, কাঁকড়া সহ জেলেদের আটক করে। উদ্ধারকৃত কাঁকড়া নদীতে অবমুক্ত করা হয়।
আটক জেলেরা হলেন- শ্যামনগর উপজেলার হরিনগর (মথুরাপুর) গ্রামে নুর ইসলাম শেখের ছেলে জাহাঙ্গীর শেখ, মৃত মন্তেজ গাজীর ছেলে ওহাব আলী, কুলতলী গ্রামে মৃত নাছিম উদ্দীন গাজীর ছেলে আবুল গাজী, মুন্সিগঞ্জ আটির উপর গ্রামে মৃত ইসমাইল মল্লিকের ছেলে মহিবুল্যাহ মল্লিক, গাবুরা গ্রামে নেছার উদ্দীন গাইনের ছেলে নূর আলম গাইন, সেন্ট্রল কালিনগর গ্রামে মোশারফ হোসেন গাজীর ছেলে আঃ রহিম গাজী, হরিনগর গ্রামে মৃত জালাল মোল্যার ছেলে আমজাত মোল্যা, ছোট ভেটখালী গ্রামে রফিকুল গাজীর ছেলে আছাদুল গাজী, ও আলী সরদারের ছেলে আমজাদ সরদার, যতীন্দ্রনগর গ্রামে মৃত ইমান আলীর ছেলে ইউনুছ ঢালী, মৃত জমাত আলী ঢালীর ছেলে মোননাক হোসেন, ডুমুরিয়া গ্রামে আয়ুব আলী গাজীর ছেলে রিপন গাজী, ধূমঘাট গ্রামে মৃত দাউদ আলী গাজীর ছেলে বাবর আলী গাজী এবং কয়রা উপজেলার ৫নং কয়রা গ্রামের মৃত আক্কাজ গাজীর ছেলে আকবার গাজী।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ.কে.এম ইকবাল হোসেন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, সুন্দরবনে নিরাপত্তা টহল দেওয়ার সময় অভয়ারন্য এলাকায় মাছ ও কাঁকড়া ধরার সময় তার নেতৃত্বে বনকর্মীরা মালামাল সহ জেলেদের আটক করে। আটক জেলেদের বন আইনে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।