
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল ৪ টায় ডাকবাংলা মোড় সংলগ্ন উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী কালপতাকা হাতে নিয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উত্তর কালিগঞ্জ বাস টার্মিনাল সংলগ্ন তারালী চৌ-রাস্তা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সহ – সভাপতি ইব্রাহিম কবির মিঠু, নলতা ইউনিয়ন বিএনপির সভাপতি কিসমাতুল বারী, উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আব্দুল আজিজ, নলতা ইউনিয়ন বি এন পি সহ সাংগঠনিক সম্পাদক আয়ুব হোসেন,দলটির তৃণমূলের কয়েকজন নেতাকর্মী বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, গণমানুষের নেতা ডাক্তার শহিদুল আলমকে সাতক্ষীরা-৩ আসনে মনোনয়ন না দিয়ে অনেক কম জনপ্রিয় একজনকে বিএনপির মনোনয়ন দেয়া হয়েছে। এটা শুধু দলীয় নেতাকর্মীরা নয়, এ অঞ্চলের মানুষের পক্ষে মেনে নেয়া সম্ভব নয়। কাজী আলাউদ্দীন এর মনোনয়ন বাতিল করে ডা. শহিদুল আলমকে মনোনয়নের দাবি জানিয়ে তারা বলেন, প্রার্থী পরিবর্তন না হওয়া পর্যন্ত হরতাল, অবরোধ, মানববন্ধন, বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ, কাফনের কাপড় নিয়ে অনশন কর্মসূচি পালনসহ ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে।
প্রসঙ্গত, সোমবার মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণার পরপরই রাতে বিক্ষোভ সমাবেশ, মঙ্গলবার সকাল থেকে নলতায় অর্ধদিবস হরতাল, মহাসড়ক অবরোধ, বিকেলে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ এবং বুধবার স্মরণকালের সর্ববৃহৎ মানববন্ধন কর্মসূচি পালন করেন দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

