
প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা সীমান্তে জাল টাকার প্রবেশ ঠেকাতে বাড়তি সতর্কতামূলক কার্যক্রম গ্রহণ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) দেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষায় পাশাপাশি চোরাচালান, নারী শিশু পাচার, মাদকদ্রব্য পাচারসহ যে কোন আন্তঃসীমান্ত অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সাম্প্রতিক সময়ে একটি স্বার্থান্বেসী শক্তিশালী চক্র জাল টাকা পাচারের চেষ্টা করছে। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা ও জাল টাকার সম্ভাব্য ক্ষতিকর প্রভাব মোকাবেলায় সীমান্ত এলাকায় জাল টাকার প্রবেশ রোধে বাড়তি সতর্কতা, গোয়েন্দা নজরদারী ও জনসচেতনতা বৃদ্ধিকল্পে কঠোর কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)
সাম্প্রতিক সময়ের বিভিন্ন সুত্র মারফত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় জাল টাকার প্রবেশ রোধে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর সার্বিক দিক নির্দেশনায় নিয়মিত টহল ছাড়াও বিশেষ টহল তৎপরতা বৃদ্ধি, স্থানীয় জনসাধারনকে সচেতন করে তোলা, ভোমরা আইসিপিতে সতর্কতার সাথে তল্লাশী কার্যক্রম পরিচালনাসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সীমান্তে নিরাপত্তা জোরদারে প্রতিনিয়ত কোম্পানী/বিওপি কমান্ডারগনের প্রতিপক্ষের সাথে টহল পরিচালনা, স্থানীয় প্রসাশনের সাথে সমন্বয়, সীমান্তবর্তী জনসাধারণকে সচেতন করতে জনসচেতনতা মূলক মতবিনিময় ও আনসার সদস্যদের সাথে সমন্বয়ের মাধ্যমে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
সাতক্ষীরার সীমান্ত নিরাপত্তা নিশ্চিত ও সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় সাধন করে এবং জনসাধারণকে সম্পৃক্ত করে জাল টাকার প্রবেশ রোধে দায়িত্ব পালন করছে।

