
নিজস্ব প্রতিবেদকঃ সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় বার্ষিক বনভাজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী বিদ্যালয় চত্বরে এ বনভোজন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাফফর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ, সহকারী প্রধান শিক্ষক আব্দুল হামিদ, সহকারী শিক্ষক মাহমুদুল হাসান,সিরাজুল ইসলাম,ইয়াহিয়া ইকবাল,শেখ মোস্তাফিজুর রহমান, শ্যামল কুমার দাশ,কমলেশ বিশ্বাস,
শিক্ষক জি এম আলতাফ হোসেন,মো. আবুল হাসান, গাজী মোমিন উদ্দিন, কানাইলাল মজুমদার, নার্গিস আরা, শেখ মোস্তাফিজুর রহমান,মো. মতিয়ার রহমানসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।