
নিজস্ব প্রতিবেদক:
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সাতক্ষীরা প্রি ক্যাডেট স্কুলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় সাতক্ষীরা প্রি ক্যাডেট স্কুলের আয়োজনে সাতক্ষীরা প্রি ক্যাডেট স্কুলের চেয়ারম্যান ও মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগম এঁর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ গ্রহণ করে। বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এদিন ছিলো স্কুলের সদ্য প্রয়াত সাবেক অধ্যক্ষ ও পরিচালক অধ্যাপক আনিসুর রহিমের জন্মদিন। এ উপলক্ষে আনিসুর রহিমের কর্মময় জীবনের উপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়। এসময় সাতক্ষীরা প্রি ক্যাডেট স্কুলের উপাধ্যক্ষ ছন্দা রাহা সহ স্কুলের সকল শিক্ষক, শিক্ষার্থী,অভিভাবক, কর্মচারী উপস্থিত ছিলেন।