নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় আট লাখ টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৫ নভেম্বর) দিনভর সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর বিভিন্ন বিওপির সদস্যরা এসব অভিযান পরিচালনা করে।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তবর্তী ভোমরা, গাজীপুর, কলিয়ানী, কাকডাঙ্গা ও মাদরা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযানে ভারতীয় ঔষধ, শাড়ি এবং মদ জব্দ করা হয়। এসব মালামাল সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে শুল্ককর ফাঁকি দিয়ে বাংলাদেশে আনার চেষ্টা করা হচ্ছিল।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ভোমরা বিওপির সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর থানার লক্ষীদাড়ি এলাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকার ভারতীয় ওষুধ জব্দ করে। অন্যদিকে গাজীপুর বিওপির টহল দল কালভার্ট নামক স্থান থেকে ৭০ হাজার টাকার ওষুধ আটক করে।
কলিয়ানী বিওপির সদস্যরা একই এলাকার সীমান্ত পয়েন্ট থেকে ৭০ হাজার টাকার ওষুধ জব্দ করে। কাকডাঙ্গা বিওপির দুইটি পৃথক অভিযানে গেরাখালি ও ভাদিয়ালী এলাকা থেকে ৪ লাখ ১০ হাজার টাকার ভারতীয় শাড়ি ও ওষুধ উদ্ধার করা হয়।
মাদরা বিওপির সদস্যরা ভাদিয়ালী এলাকা থেকে ৯ হাজার টাকার ৬ বোতল ভারতীয় মদ জব্দ করে।
এ ছাড়াও সাতক্ষীরা ব্যাটালিয়ন সদর সংলগ্ন আমতলা মোড় এলাকা থেকে ১ লাখ ৩০ হাজার টাকার ভারতীয় ক্লোপজি ও গোমেলা ক্রিম আটক করা হয়।
সাতক্ষীরা ৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, জব্দকৃত মালামালের মূল্য ৭ লাখ ৯৪ হাজার টাকা। উদ্ধার করা সব মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

