
নিজস্ব প্রতিবেদক: বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরায় ত্রাণ সহায়তা কার্যক্রম শুরু করেছেন। শুক্রবার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের ঘোষনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে চারশো পরিবারের মাঝে সহায়তা কার্যক্রম পরিচালনা করেন তিনি।
ত্রাণ বিতরণকালে তালা-কলারোয়া আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে তৃণমূলের নেতৃবৃন্দের মাধ্যমে খাদ্যসামগ্রী বিতরণ শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হবে।
খলিলনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার শহিদুল ইসলামের সভাপতিত্বে ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম কামরুল ইসলাম ফারুক, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মির্জা আতিয়ার রহমান, বিএনপি নেতা গাজী আছির উদ্দীন, শিক্ষক মোসলেম উদ্দীনসহ আরও অনেকে।