
নিজস্ব প্রতিনিধি: শিশুদের প্রয়োজনীয় সামগ্রীর দোকান ‘বেবি হ্যাভেন’ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় জমকালো আয়োজনে সাতক্ষীরা থানা মসজিদের সামনে ফিতা কেটে দোকানটির উদ্বোধন করেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সভাপতি মুহাঃ আল মামুন। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন থানা জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মুফতি দেলোয়ার হোসাইন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর ছাত্রশিবিরের তথ্য ও মিডিয়া সম্পাদক মোঃ মাসুদ রানা, তরুণ বক্তা হাফেজ আরিফুল ইসলাম, হাফেজ আব্দুর রহিম, দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার বার্তা সম্পাদক আব্দুর রহমান, স্টাফ রিপোর্টার মাসুদ আলী, মোঃ মুজাহিদুল ইসলাম, আব্দুর রাজ্জাকসহ অনেকে। প্রতিষ্ঠানের মালিক মোঃ শিহাব রায়হান বলেন, ‘শিশুদের মানসম্মত ও প্রয়োজনীয় সব ধরনের সামগ্রী একসঙ্গে ও সুলভ দামে সরবরাহ করাই আমাদের লক্ষ্য। অভিভাবকদের জন্য আমরা একটি নির্ভরযোগ্য ঠিকানা হতে চাই।’

