
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় বনবিভাগের অভিযানে জব্দ হওয়া প্রায় ৪০ কেজি মাছ আদালতের নির্দেশে এতিমখানায় বিতরণ করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এসব মাছ মাগুরা এতিমখানা মাদ্রাসার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এর আগে ভোরে শ্যামনগর উপজেলার কাছিঘাটা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ অভয়ারণ্যে প্রবেশের দায়ে পাঁচ জেলেকে আটক করে বনবিভাগ। এ সময় তাদের কাছ থেকে লাখ্যা, জাবা ও কৈবল প্রজাতির মাছ জব্দ করা হয়।
জব্দকৃত মাছ বিতরণের সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. আব্দুল আলিম, বন মামলার পরিচালক শ্যামপ্রসাদ রায়, আদালতের পেশকার মো. ছানাউল্লাহ, মাগুরা এতিমখানা মাদ্রাসার পরিচালক মো. তোফাজ্জেল হোসেন ও সহকারী মো. শওকত আলী।
বন মামলার পরিচালক শ্যামপ্রসাদ রায় জানান, কাছিঘাটা টহল ফাঁড়ির কর্মকর্তা শফিকুল ইসলাম সাহিদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিরা হলেন, শ্যামনগর উপজেলার টেংরাখালি গ্রামের রবিউল ইসলাম, আব্দুল কাদের, আশিকুর রহমান, মোস্তাফা গাজী ও আবুল বাসার।
তিনি আরও বলেন, নিষিদ্ধ অভয়ারণ্যে প্রবেশের অপরাধে আটক জেলেদের বিরুদ্ধে ১৯২৭ সালের বন সংরক্ষণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। আর জব্দ মাছ আদালতের নির্দেশে স্থানীয় এতিমখানায় দান করা হয়েছে।