
আশাশুনি ব্যুরো: ঘোড়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ দেশের বিভিন্ন স্থানে সরকারি কর্মকর্তাদের উপর হামলার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে আশাশুনিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আশাশুনি উপজেলার সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনের সড়কে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ ডঃ মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা ফিরোজ আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, পিআইও সোহাগ খান সহ উপজেলায় কর্মরত অন্যান্য সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে ঘোড়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম, গণপূর্ত প্রকৌশলী দেলোয়ার হোসেনসহ ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক ও সকল কর্মকর্তা-কর্মচারীর উপর হত্যার উদ্দেশ্যে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করা হয় এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করা হয়।