
প্রেস বিজ্ঞপ্তি: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের হিজলডাঙ্গায় সার্বজনীন দুর্গা পূজার মহাসপ্তমীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবতার কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান নাট্যনির্মাতা জি.এম সৈকত। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবতার কল্যাণ ফাউন্ডেশনের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, মেম্বার ভরত মন্ডল, প্রশান্ত সরকার। সভাপতিত্ব করেন রঞ্জন মন্ডল। প্রধান অতিথির বক্তবে সৈকত বলেন, মানবতার কল্যাণ ফাউন্ডেশন সব সময় মানুষের কল্যাণে কাজ করে যাবো। দুর্গা মন্দির রেজিষ্ট্রেশনের ব্যপারে সর্বাত্মক সহযোগিতা করবো।