
নিজস্ব প্রতিবেদক: আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়ন আ’লীগের অফিস উদ্বোধন করা হয়েছে। মোবাইল কনফারেন্সের মাধ্যমে রবিবার বিকালে সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর ডাঃ আফম রুহুল হক এমপি এ অফিস উদ্বোধন করেন । সাবেক স্বাস্থ্যমন্ত্রী, প্রফেসর ডাঃ আফম রুহুল হক এমপি’র পক্ষে ফিতা কেটে শ্রীউলা ইউনিয়নের মহিষকুড় বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের এ অফিস উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে আলোচনা সভায় মোবাইল কনফারেন্সে প্রফেসর ডাঃ আফম রুহুল হক এমপি বলেন, ইউনিয়ান আওয়ামী লীগকে শক্তিশালী করতে ইউনিয়ন আওয়ামী লীগসহ সহযোগী সংগঠন গুলোকে সুসংগঠিত করতে হবে। গ্রুপিং ছেড়ে সকলে মিলেমিশে কাজ করতে হবে। মিলে মিশে কাজ করতে পারলেই নির্দিষ্ট লক্ষে পৌঁছানো সহজ হবে।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান এমএ নূর মোহাম্মদ সরদার এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাংসদ প্রতিনিধি শম্ভুজিত মন্ডল, আশাশুনি সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব রুহুল আমিন, শ্রীউলা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক দিপংকর বাছাড় দীপু, চেয়ারম্যান পদপ্রার্থী আলাউদ্দিন লাকি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এসএম সাহেব আলী প্রমুখ। ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মইনূল ইসলাম বুলুর সঞ্চালনায় এসময় ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।