
নিজস্ব প্রতিবেদক: শ্যামনগরে সাংবাদিকদের নামে মিথ্যা জিডি ও মামলা করার ষড়যন্ত্রের প্রতিবাদে সুন্দরবন প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন করেছে সাংবাদিকরা। মুক্তিযোদ্ধার প্রভাব খাটিয়ে ভ‚মিহীন শহীদ পরিবারকে হয়রানি করার সংবাদ প্রকাশ করায় উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের শিংহরড়তলী গ্রামের মুক্তিযোদ্ধা মৃত নবাবদ্দী ফকিরের পুত্র মুক্তিযোদ্ধা লুৎফার রহমান ফকির কয়েকজন সাংবাদিকের নামে মিথ্যা জিডি ও মামলা করার ষড়যন্ত্র চালাচ্ছে।
মানববন্ধনে উল্লেখ করা হয় যে, ২০২১ সালের এপ্রিল মাসে লুৎফার রহমান ফকির সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি আইয়ুব আলির কাছে একটি ভিটা বিক্রির প্রস্তাব রাখেন। ভিটার ম‚ল্য হিসাবে ৪ লাখ টাকা গ্রহণ করেন লুৎফার রহমান ফকির। পরে জায়গার বাজার ম‚ল্য বৃদ্ধি দেখে আইয়ুব আলিকে নানা ভাবে তালবাহানা করে কালক্ষেপণ করে আসছে। এর মধ্যে ঐ জায়গা অর্থাৎ হরিনগর বাজারস্থ পানিউন্নয়ন বোর্ডের নিকট আবেদনকৃত মুন্সীগঞ্জ মৌজার এলএ কেস নং ১৫৯/৬৭-৬৮ এর আওতাধীন ১০৬০, ১০৫৯, ১০৬১ দাগে ১০ শতক জমি ইজারার আবেদন করে দখল করেন।
লুৎফার রহমান ফকির জমির ম‚ল্য বৃদ্ধিতে লোভের বশবর্তী হয়ে ঐ জায়গায় আইয়ুব আলীর কাছ থেকে টাকা নেওয়ার পরও জমি লিখে না দিয়ে উল্টো জমি দখলের নামে মিথ্যা জিডি করে মামলা করার জন্য পায়তারা চালাচ্ছে। এ দিকে আইয়ুব আলী এই জমির আশায় তার নিজের জমি দেড় বছর আগে বিক্রি করে অন্যের জায়গায় বসবাস করছে। যদিও লুৎফার রহমান ফকির এই নিয়ে শ্যামনগর থানায় একটি অভিযোগ দিলে শ্যামনগর থানার এসআই মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে এসে চেয়ারম্যান অসীম কুমার মৃধার সমন্বয়ে জায়গাটি একটি গ্রাম পুলিশের হেফাজাতে রেখে ৭ দিনের মধ্যে মিমাংশা করার প্রতিশ্রæতি দেন। কিন্ত প্রতিশ্রæতি রক্ষা না করে চেয়ারম্যান অসীম কুমার মৃধার ইন্ধনে লুৎফার রহমান ফকির বিজ্ঞ আদালতে আইয়ুব আলী সহ কয়েকজনের নামে দখলবাজীর একটি মামলা করে।
এরই প্রেক্ষিতে ৯ এপ্রিল শনিবার সকাল ১১ টার সময় হরিনগর বাজার চত্বরে সুন্দরবন প্রেসক্লাব, উপজেলা রিপোর্টাস ক্লাবের সমন্বয়ে জমি দেওয়ার নাম করে টাকা নিয়ে জমি না দিয়ে জবর দখলের প্রতিবাদ করায় সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানি ম‚লক মিথ্যা জিডি ও মামলা করার ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র নিন্দা প্রতিবাদে মানববন্ধন করেন।