
আব্রাহাম লিংকন, শ্যামনগর থেকে: শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পরানপুর কেন্দ্রীয় জামে মসজিদের জায়গা দখল নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে। হাল জরিপে ১২৬, ১২৭, ১৩২ দাগের সাড়ে ১৬ শতক মসজিদের জমি জবর দখলের অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে গিয়ে জানাগেছে যে, অনুমান ৫৬ বছর আগে স্থানীয় আজগার আলী সাড়ে ১৬ শতক জমি পরানপুর কেন্দ্রীয় জামে মসজিদের নামে দানপত্র করে দেন। সেই অবধি উক্ত মসজিদ ঐ জমিটি ভোগ দখল করে আসছে। ২০১১ সালের পরে হঠাৎ মৃত ফেরাসতুল্ল্যাহ মোড়লের পুত্রস্থানীয় প্রভাবশালী আলহাজ¦ আবু ইদ্রিস মোড়ল ও মৃত আব্দুর রহিমের পুত্র জিল্লুর রহমান জবর দখল করেন। মসজিদ কর্তৃপক্ষ অর্থাৎ কমিটি সাতক্ষীরা পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ করলে বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থার জন্য শ্যামনগর থানার অফিসার ইনচার্জের উপর দায়িত্ব দেন। যার স্বারক নং অপ:/পিটি ৫৩ভি, তারিখ ২২ ফেব্রয়ারী ২০২১। এছাড়া মসজিদ কর্তৃপক্ষের হয়ে কমিটির সাধারণ সম্পাদক আব্দুস ছবুর গাইন সাতক্ষীরা জেলা বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট আদালতে ১৪৫ ধারায় একটি মামলা করেন। যার মামলা নং ৩২২/২১। সেই অনুযায়ী বিজ্ঞ আদালত এ জায়গায় যাবতীয় কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন। কিন্তু বিজ্ঞ আদালতের আদেশ অমান্য করে ৫ দিন যাবত সেখানে মার্কেট নির্মানের কার্যক্রম চালানো হয়। পরে উপজেলা প্রশাসন ঘটনাস্থালে গেলে কাজ বন্ধ করেন সংশ্লিষ্টরা। এদিকে বর্তমানে ইদ্রিস মোড়ল পৌনরায় পরাপুর কেন্দ্রীয় জামে মসজিদের জায়গায় মার্কেট নির্মান কার্যক্রমে উপরী মহল তদবীরের পাইতারা শুরু করেছেন।
মসজিদ কর্তৃপক্ষের হয়ে কমিটির সাধারণ সম্পাদক আব্দুস ছবুর গাইন বলেন, দীর্ঘ বছর ধরে মসজিদ কমিটি ঐ জায়গা ভোগদখলে রয়েছে। কিন্তু হঠাৎ ইদ্রিস মোড়লনিজের বলে দাবি করছেন।
আলহাজ¦ আবু ইদ্রিস মোড়লের সাথে যোগাযোগে তিনি বলেন, জায়গাটি আমার কিন্তু হাল জরিপে পরানপুর কেন্দ্রীয় জামে মসজিদের নামে দিয়ে গেছে। তবে বিজ্ঞ আদালতের নির্দেশ অনুযায়ী কাজ করবো।
তবে স্থানীয় মসজিদের মসুল্লিগন এই নিয়ে ব্যপক মন্তব্য শুরু করেছেন। এবং পরাপুর কেন্দ্রীয় জামে মসজিদের জায়গা ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।