
শ্যামনগর প্রতিবেদক: শ্যামনগরে ট্রলি চাপায় হাসান সরদার (২৮) নামে এক শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার (৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের সোনার মোড় নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। তিনি খ্যাগড়াঘাট গ্রামের কামরুজ্জামান সরদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক জানান, সকালে ইট ভাঙ্গা মেশিন যোগে কর্মস্থলে যাওয়ার সময় অসাবধানতা বশত গাড়ীর নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে গুরুত্বর আহত হয় সে। দ্রত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ হাইকুল ইসলাম তাকে মৃত ঘোষনা করেন। শ্যামনগর থানার ওসি ওয়াহিদ মুর্শেদ বলেন, সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।