
দীপক মিস্ত্রী:
স্থায়ী বেড়িবাঁধ নির্মানের দাবীতে শ্যামনগরের গাবুরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার বেলা ১২টায় গাবুরার নীলডুমুর খেয়াঘাট এলাকায় ওয়েলফেয়ার এ্যসোসিয়েশনের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
’ত্রান নয়, স্থায়ী বাঁধ চাই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে খোলপেটুয়া স্টুডেন্টস কেয়ার সোসাইটি, গাবুরা আইডিয়াল ক্লাব, গাবুরা অগ্নিবীণা একতা যুব সংঘ, স্বপ্ন চুড়া ফাউন্ডেশন, ইনিশিয়েটিভ ফর স্যোশাল হারমনি, আলোর দিশারি যুব সংঘ, উমর স্মৃতি সংঘ, স্যোশাল প্রাইড ফাউন্ডেশন, গাবুরা রক্তদান সংস্থা, সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি, ডুমুরিয়া তরুণ সংঘ এবং আমার ১৯ ফাউন্ডেশনসহ মোট ৩২ টি সামাজিক সংগঠনের সদস্যরা এ মানববন্ধনে যোগ দেন।
মানবন্ধনে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন গাবুরা ৭নং ইউপি সদস্য আবিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাবুরা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি বখতিয়ার রহমান, সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির সভাপতি ডা: দবির উদ্দিন, গাবুরা ওয়েলফেয়ার সোসাইটির যুগ্ম আহবায়ক আফজাল হোসেন, গাবুরা ওয়েলফেয়ার সোসাইটির ঢাকা জোনের সভাপতি আমান উল্লাহ আমান, খুলনা জোনের সভাপতি আলমগীর হোসেন, সাতক্ষীরা জোনের সদস্য খান আবু খান প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, নদীর কোল ঘেঁষা এ গাবুরা ইউনিয়নের মানুষ যেকোনো জলোচ্ছাসে সর্বপ্রথম এবং সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়। কেউ সর্বস্ব হারিয়ে নি:স্ব হয়ে যায় আবার কেউবা হারায় প্রাণ। আকাশে সামান্য মেঘ দেখেলেই ঘুম হারাম হয়ে যায় এ এলাকার মানুষের। এর আগে ঘূর্ণিঝড় আইলার তান্ডবে যখন উপকূলীয় অঞ্চলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল তখন সরকারি আমলারা প্রতিশ্রুতি দিয়েছিলেন এ এলাকায় স্থায়ী বাঁধ নির্মান করে দিবেন। কিন্তু আয়লার ১০ বছর কেটে গেলেও তা বাস্তবায়ন হয়নি। ফলস্বরূপ সদ্য বয়ে যাওয়া ঘূর্ণিঝড় আম্পানে আবারো উপকূলীয় এ অঞ্চল ধ্বংসস্তুপে পরিণত হয়েছে, জনবসতি গেছে নদী গহ্বরে। তাই পরবর্তীতে উপকূলবাসীকে পুণরায় যেন এমন সংকটের মুখোমুখি না হতে হয় সে লক্ষে এসব এলাকায় স্থায়ী বেড়িবাঁধ নির্মানের জন্য জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।