
আশাশুনি প্রতিবেদক: আশাশুনিতে বিজ্ঞান চেতনাকে উৎসাহিত করতে বিজ্ঞান বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোতিা (সিজন-৩) অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার শোভনালী ইউনিয়নে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
মৌমাছি বিজ্ঞান ক্লাবের আয়োজনে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্কুল ও কলেজ পর্যায়ের ১২৪ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে। প্রতিযোগিতা জীববিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, বিজ্ঞান প্রশ্নোওর থেকে ২০টি প্রশ্ন গুগোল ফরম এর মাধ্যমে প্রদান করা হয়। প্রতিযোগিতায় ‘ক’ বিভাগ স্কুল পর্যায়ে প্রথম স্থান অধিকার করে, ১০ শ্রেণীর ছাত্র আজিজার রহমান (শেরপুর) এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে ১০ শ্রেণীর মোছা: ফুলেছা খাতুন, (শ্যামনগর)। খ-বিভাগে কলেজ পর্যায়ে প্রথম স্থান অধিকার করেন দ্বাদশ শ্রেণির সুকমল সরকার (আশাশুনি) ও দ্বিতীয় স্থান অধিকার করেন দ্বাদশ শ্রেণির আতিয়ার হোসেন (খুলনা)। বিজয়ী ৪ জনকে ই-সার্টিফিকেট এবং আকর্ষণীয় উপহার ডাকযোগে প্রেরন করা হয়।