
নাসির উদ্দীন:
সাতক্ষীরা শহরের ইটাগাছা বাঙালের মোড়ের একটি দোকানে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ইটাগাছার ভাই ভাই স্টোরকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। সরকারি বিধি মোতাবেক দোকান পরিচালনায় শৃঙ্খলা ভঙ্গ এবং নিয়ম বহির্ভূত পণ্য বিক্রয়ের প্রমান পাওয়ায় ভাই ভাই স্টোরকে জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিৎ কুমার এ আর্থিক শাস্তি প্রদান করেন। এসময় দোকানের স্বতাধিকারী নুরুন্নবী তার দোষ স্বীকার করে নেয়।