
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা থেকে অপহরনের ৫ ঘন্টা পর সাতক্ষীরা বাইপাস সড়কের ধারে ব্যবসায়ীকে ফেলে যায় দুর্বৃত্তরা। বুধবার (২২জুন) সকাল ১১ টার সময় বাইপাস সড়কের ইসলামিয়া গ্যারেজের সামনে থেকে ব্যবসায়ী রবিউল ইসলামকে তুলে নিয়ে বিকাল চারটার দিকে হাত পা ও চোখ বাঁধা অবস্থায় একই স্থানে ফেলে যায় তারা। সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শ্যামনগর কাশিমাড়ির মৃত আব্দুল মাজেদ গাজীর ছেলে রবিউল ইসলাম জানান, ‘আমার একটি ট্রাক আছে যার নম্বর ঢাকা মেট্রো ট-১৮২৯৪৬। আমি ও ব্রহ্মরাজপুর গ্রামের সিরাজুল ইসলাম এর ছেলে শাহ নেওয়াজ টুটুল অংশীদারী ভিত্তিতে ট্রাকটি কিনি। ব্যবসায়িক হিসাবে গরমিল থাকায় তার সাথে আমার পূর্ব থেকে বিরোধ চলে আসছিল। সেসব ঘটনায় আমাকে একাধিকবার হুমকিও দিয়েছিল সে। আজ (বুধবার) হিসাবে বসার কথা ছিল। সাতক্ষীরা শহরের বাইপাস সড়ক সংলগ্ন ইসলামিয়া গ্যারেজে ট্রাকটি রেখে হিসাবের জন্য আমি অপেক্ষায় থাকি।
এমন সময় সকাল ১১টার দিকে সাদা রংয়ের প্রাইভেট কারে টুটুলসহ চারজন ব্যক্তি আমার চোখ ও হাত-পা বেঁধে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যায়। সেখানে নিয়ে আমাকে বেধড়ক মারপিট করে। আমাকে হত্যার হুমকি দিয়ে আমার মোবাইল একাউন্টে রাখা ৮৫ হাজার টাকা তারা তুলে নেয় এবং বারোটি স্ট্যাম্পে জোরপূর্বক সই করিয়ে নেয় ও হাতের আঙ্গুলের ছাপ নেয়। পরে বিকালে একই স্থানে হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় ফেলে দিয়ে যায়। স্থানীয়রা আমাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।’ ঘটনায় অভিযুক্ত শাহনেওয়াজ টুটুল বলেন, সে আমার ব্যবসায়িক পার্টনার তার সাথে কোন দ্বন্দ নেই। সব অভিযোগ মিথ্যা।