
শার্শা (যশোর) সংবাদদাতা:
যশোরের বেনাপোল কাষ্টমস গোয়েন্দা সংস্থা টিমের হাতে ৫শ’ ৮০ গ্রাম ওজনের ৫ টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। সোমবার (৬ মার্চ) সকাল ৮ টার সময় স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। আটক স্বর্ণ পাচারকারী হলো, মুন্সীগঞ্জ জেলার আবদুল লতিফ ব্যাপারীর ছেলে ইব্রাহীম ব্যাপারী (৩৫)।
বেনাপোল কাষ্টমস গোয়েন্দা কর্মকর্তা জানান, সকালে ভারতগামী এক পাসপোর্ট যাত্রীর চলাফেরা সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য অফিসে আনা হয়। এসময় ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে স্বর্নের বিষয়টি অস্বীকার করে। পরে তাকে বেনাপোল বাজারে ডায়াগন্ষ্টিক সেন্টারে নিয়ে এক্সরে পরীক্ষা করলে তার পায়ুপথে স্বর্ণের চিহ্ন পাওয়া যায়।
পরবর্তীতে স্থানীয় কর্মকর্তা ও বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ওই যাত্রীর পায়ুপথ দিয়ে ৫ টি স্বর্নের বার উদ্ধার করা হয়। যার ওজন ৫’শ ৮০ গ্রাম। বতর্মান বাজার মুল্য আনুমানিক ৪২ লক্ষ টাকা। উদ্ধারকৃত স্বর্ণগুলো বেনাপোল শুল্কগুদামে জমা করা হয়েছে ও পাচারকারীকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে তিনি জানান।