
আশাশুনি প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) বিকালে ইউনিয়ন পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইউনিয়ন পরিষদের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বঙ্গবন্ধুর জীবনিতুলে ধরে আলোচনা রাখেন, বীরমুক্তিযোদ্ধা আঃ মান্নান ও বীর মুক্তিযোদ্ধা আঃ গফফার। আলোচনা সভায় অন্যমের মধ্যে বক্তব্য রাখেন, মেম্বার রবিউল ইসলাম, মহিলা মেম্বার রাফেজা খানম, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আঃ সামাদ, রুবেল আহমেদ, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, ইউনিয়ন যুবলীগ সভাপতি এজদান আলী, ওয়ার্ড যুবলীগ সভাপতি খলিলুর রহমান, শ্রমিকলীগের সহ-সভাপতি মইনুর ও বাজার বণিক সমিতির সদস্য আঃ আলিম প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন বর্ণালী বসাক, মন্দিরা বসাক ও তমা খাতুন।