
স্পোর্টস ডেস্ক:
আর কয়েক মাস পরই ভারতের মাটিতে বসবে ওয়ানডে বিশ্বকাপের আসর। পঞ্চাশ ওভারের এই ফরম্যাটে বাংলাদেশ বরাবরই শক্তিশালী। এই তো সেদিন ভারতের বিপক্ষেও সিরিজ জিতে নিল। তাই এই বিশ্বকাপে টাইগারদের নিয়ে প্রত্যাশা বেশি। ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীও অনেক প্রত্যাশা করছেন তামিম ইকবালের দলকে নিয়ে। তার আশা, আসন্ন বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, এমনকি সেমিফাইনালেও খেলতে পারে বাংলাদেশ!
বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে সাংবাদিকদের সঙ্গে একান্ত আলাপচারিতায় সৌরভ এ দেশের ক্রিকেট নিয়ে অনেক দিকনির্দেশনামূলক কথা বলেন। দীর্ঘদিনের বন্ধু ও বিসিবি পরিচালক ইফতেখার রহমানের বাসায় বসে সৌরভ বলেন, ‘(ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে) আমার প্রত্যাশা অনেক। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল পর্যন্ত আশা করি। একটু যদি ভাগ্য থাকে আর ভালো ফর্ম থাকে। বিশেষ করে স্পিনার ও ফাস্ট বোলারদের যদি ভালো ফর্ম থাকে তাহলে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল পর্যন্তও যেতে পারে।’
সৌরভ গাঙ্গুলী নিয়মিত খবর রাখেন বাংলাদেশের ক্রিকেটের। বাংলাদেশের খেলাও দেখেন। জানেন তাসকিন, শান্তদের মতো তরুণদের সম্পর্কেও। বাংলাদেশের ক্রিকেটের অগ্রযাত্রার প্রশংসা শোনা গেল ‘প্রিন্স অব ক্যালকাটা’র মুখে, আমি খবর রাখি, দেখি বাংলাদেশের খেলা। বাংলাদেশের উন্নতি দেখে সব সময় ভালো লাগে। কালকেই বলেছিলাম ১৭ কোটি মানুষ, সেখান থেকে এত প্রতিভা বের হয়, যা ক্রিকেটে দেখার মতো। বোলিং-ব্যাটিংয়ে সাকিবের মতো অলরাউন্ডার আছে, মুশফিকুর আছে, এখন শান্ত (নাজমুল হোসেন) ভালো খেলছে।’