
আমি মোঃ ফিরোজ হোসেন এই মর্মে প্রতিবাদ জানাচ্ছি যে,“সাতক্ষীরা মেইল” নামের একটি অ-রেজিস্ট্রেশন অনলাইন সাংবাদ মাধ্যমে আমাকে এবং আমার সংগঠনকে নিয়ে স্থল বন্দর ট্রা:স: স: কার্যকারী সদস্য কাজী আক্তার হোসেন যে মিথ্যা ও কুরুচিপূর্ণ সংবাদ পরিবেশন করেছে,তাহার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। কাজী আক্তার হোসেন জামায়াত বিএনপি লোকের সাথে ওঠা বসা করে এবং এই সংগঠন থেকে নিয়মিত চাঁদা দাবি করে।
সে সংগঠনের কোন মিটিং এ হাজির দেয় না। সংগঠন নিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ প্রচার চালায়। তাকে চাঁদা নাদেয়র কারণে আমার নামে মিথ্যা সংবাদ পরিবেশন করেছে। তাহার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং মিথ্যা সংবাদ পরিবেশন করার জন্য কাজী আক্তার হোসেনের বিচার দাবি জানাচ্ছি।